সময়গুলো উড়ে যাচ্ছে চঞ্চল টুনটুনির মতো
ঘড়ি দেখছি কেনো?
আমার অলস সময়ে ভাইরাস নাকি-
ঘন্টাগুলো ধূর্ত ঘুঘু -
কেবলি ডানা ঝাপটায়
আমাকে বোকা বানায়
চকিতে হাত ফসকে  পালায়-
কালো কাপড় বাঁধা ব্যস্ততায়
ব্যস্ত থাকি একগুচ্ছ অকাজে -
রাজনীতি-কূটনীতি -অর্থনীতি-ভণ্ডামী-
খেলায় জিতে গেলে বোকা গর্ব !
তাও একদিন স্পর্শ করেনা আগের মতো-
আজ আমি পালানো সময়ের সাথে পাল্লা দেবো
হাতে তুলে নেবো একগ্লাস পেস্তা বাদামের শীতল শরবত-
ধীরে ধীরে নিজেকে শোনাবো
স্নায়ূ শুদ্ধ করে তোলা কোনো ধ্রুপদী সংগীত-
আজ ছায়াচিত্রের ত্রি-মাত্রিক আজব দুনিয়ায় হারিয়ে যাবো
স্বপ্ন-চোখ শৈশবের মতো-
আজ কবিতাকে একান্ত আমার করে ডেকে নেবো-
হাতে তুলে নেবো ভুলে যাওয়া রংতুলি-
দ্রত পায়ে রওনা হবো কাছের কোনো অনাঘ্রাতা অরণ্যে;
কাটাবো একটি অলস মায়াবী বিকেল-
মুখস্থ করবো আকাশের শাদা মেঘগুলোর পাগলামী -
আজ দিনটি যে একান্তই আমার !
বিক্রি হয়ে যাওয়া সময় থেকে কুড়িয়ে পাওয়া
একটি অনন্য মূহুর্ত-
না এখনো পাগল হয়ে যাইনি
এ যে পাগলামীর দারুণ সময়---