এসো কিছুক্ষণ আমার এখানে
ঐখানটায় বসো
একটু জিরিয়ে নাও-
কতোদিনতো হলো তোমার সাথে দেখা নেই
এমনকি কথাও তো হয়না !
ঐ দেখো বালুচরের ওদিকের ঝাউবনটাকে
কেমন ফাঁকা ফাঁকা লাগে আজকাল
তবুও আমাদের আগেকার দিনগুলোর মতো
স্মৃতির মতো
অমসৃণ কিছু চিহ্ন আজও রয়ে গেছে ---
একবার আকাশের দিকে তাকিয়ে দেখ
যুবক বিকেলের গায়ে
একটা ঝাপসা চাঁদও দেখা যাচ্ছে -
কি আশ্চর্য তাইনা!
তাড়াহুড়ো কোরোনা
নিজেকে একটু সময় দাও
নিজের জন্যে কখনো সময় রাখোনি জানি-
কতো ভুল বোঝাবুঝি-
দূরত্ব-সংসকারের বেড়াজাল পেরিয়ে-
আজ যখন দেখা হোলো
এসো দুটো কথা বলা যাক -
ভেবেছিলাম অনেক কথা বলবো
দুজন দুজনার সাথে
কেনো কথাগুলো ফুরিয়ে গেলো হঠাত
না কি এমন হয় অনেক কথা বলার পরেও
মনে হয় বলা হ্য়নি কোনো কথা-