কারা সেরা - সোনা-ঝরা স্বপ্নেরা ?
কারা বেশী জ্বালায়-স্বপ্নভঙ্গের বেদনারা ?
এইসব জটিল প্রশ্নের যথাযথ উত্তর না পেয়েও
কেটে যায় নক্ষত্র উজ্জ্বল অসংখ্য হিরক মুহুর্ত---
অতৃপ্তি ঘিরে রাখে দূর্লভ দিনকাল
তোলপাড় করে গুমোট মনখারাপ
মৃত সত্ত্বা...
তুমি কোথা থেকে এলে অচীন পাখীর মতো?
একটু খানি অনুল্লেখ্য সময় বসলে কি বসলেনা
এ ডালে ও ডালে ...
এমনকি পরিচয় ?
এমন কি বন্ধুতা ?
অজানার দরজায় যেনো মৃদু অনিশ্চিত টোকা---
এ এক অপূর্ব সময়
পরিবেশ বান্ধব রিসোর্ট
খোলা রেঁস্তোরা-
মাথার উপরে সন্ধ্যার গাঢ় নীল আকাশ-
অনুরাগে রঙ্গীণ কমলা-রঙ্গা মেঘ ওড়না-
সমবেত কফি পান-
বাতাসে ফিস ফিঙ্গারের মাতাল সুগন্ধ-
এইখানে টের পাই কখন কুমারী বিকেল
স্বল্প সময়ে স্নিগ্ধ গভীর সন্ধ্যায় বিলিয়ে দেয়
একটুক্ষন আগের চটুল অস্তিত্ব-
অদূর সাগর -ঝাউবনের গন্ধমাখা এই আদুরে বাতাস
কখন উড়িয়ে নেয়
সব ক্লান্তি-নতমুখী-কষ্ট---
কখন হয়ে যাই এক উড়াল পাখী
নিরভার উড়ে যাই-সন্ধ্যার এই মায়াবী বাতাসে--