এই আয়োজনের কোথাও নেই তেমন কোনো খুঁত
চেনা -অচেনা মানুষের ঘষা-মাজা মুখ-
পোশাকে-মুখোশে আভিজাত্যের প্রদর্শনি-
অন্ধকারের স্নিগ্ধতাকে ঘিরে থাকে
মোহময় আলোক সজ্জ্বা-
মিশ্র শব্দের অস্পষ্ট গুঞ্জন-
সবই আজ আমাকে ঘিরে;
শরতের এই এলোমেলো বাতাসে
কিসের ষড়যন্ত্রী হাহাকার!
সব কিছু ইচ্ছের বিরুদ্ধে ঘটে যাওয়া
এমন তো নয় -
আমিও অনেক নিশ্চিত হয়ে
দিয়েছি এই ঐতিহাসিক সম্মতি
কবে কখন সেই সখ্যতা এক নিখাদ রূপ নেয়
কি তীব্র-নিবিড়-নিমগ্ন সেই মনোবন্ধন---
তৃতীয় কোনো অস্তিত্বের অস্তিত্ব অসম্ভব-
কোনো নাটকীয় সম্পর্ক নয়
নেপথ্যে লুকিয়ে ছিলোনা
কোনো অন্তর্জ্বালার ইতিহাস !
তারপরও পরিণতি পায়না কিছু---
আজকের সব আয়োজনের অন্তরালে
সব কিছু চুড়ান্ত-
নিশ্চিত জেনেও
এই চোখ শেষ মূহুর্ত পর্যন্ত
কেবল তোমাকে নিবিড় অনুসন্ধাণ করে---
কাংখিত শেষ লগ্নটি হয়ে উঠে
সহস্রাব্দীর মতো দীর্ঘ ---