অনেকদিন দুচোখে নিদারুণ ক্ষরা
কাঁদতে ভুলে গেছে
সুখে অথবা দু:খে -
এমন দিন ছিলো
গলার কাছে জমে থাকতো
অকারণ অভিমানে কান্নার ধুসর মেঘ -
দলাপাকানো কষ্ট হয়ে-
এইসব ছেলেমানুষীতে বাঁধা পড়েছিলো
জীবনের অনেকটা দূর্লভ সময়-
কেউ কেউ একে বলতো নিতান্ত পাগলামী
ছিঁচকাদুনে বলে-অনেক ধিক্কার দিয়েছি নিজেকে
বোকা অভিমানগুলোর হাড়ে
দূর্বা ঘাস গজিয়েছে কবে-
শেষ কবে হৃদয়ভাঙ্গা কান্নায়
হয়েছি উথাল-পাথাল
ঠিক মনে পড়েনা---
আমার দৃষ্টি-সীমানার বাইরে
অচীন দেশে চলে যাবে তুমি
উঠকো কান্না্র বৃষ্টিতে
আবার ভিজে উঠলো এই বোকা চোখ!
কেনো?
এখনো কি বেঁচে আছে
কোনো অভিমানী মন
এই পোড়খাওয়া শরীরের খাঁচায়
মুমূর্ষ পাখীর মতো-