তোকে এবার চাবকাবো
চাবকাবো যেমন খুশী তেমনভাবে
শক্তপোক্ত চাবুক দিয়ে-
নড়বিনে  এতোটুকুও
আর নড়বি বা তুই কিসের জোরে?
এক ইঞ্চিও  যায়গা নেই তো
পিছিয়ে যাবার-
মুখ লুকাবি অন্ধকারে-
বাতাস নেইতো বেঁচে থাকার
আকাশ নেইতো উদার হওয়ার-
তুই যে বাঁধা
আমৃত্যু এক দাসখতে -
মাস গেলে লুটিস টাকা
অতোগুলো গুণে গুণে   -
সে কি কেবল এমনি এমনি-
আর স্বাধীনতা ?
স্বাধীনতার অর্থ জানিস বেকুফ মানুষ?
তুইতো শুধু চাবুক খাবি
সকাল-বিকাল যেমন খুশী-
যখন -তখন ইচ্ছে মতো-