এই হাসির পেছনের রক্তক্ষরণ তুমি দেখোনি
এই হাত-তালির পেছনের ঘাম-
এই উত্সবের উজ্জ্বলতার অন্তরালের নোংরামী
তুমি কি জানোনা বলে দাবী করছো?
এর প্রতিটি কণায় কণায়  মেশানো
আমার দীর্ঘশ্বাস-
আজ আমি এই আয়োজনে
ভীষণ ভ্ঙ্গুর -
ক্লান্ত -অবসন্ন -
বিপন্ন চোখে তাকিয়ে দেখছি
জয়ের মালাগুলো স্তুপীকৃত হচ্ছে তোমার গলায়
তুমি অবহেলায় তুলে দিচ্ছ অযোগ্যদের হাতে-