এই শহরে এলেই কি যেনো খুঁজি
কাকে খুঁজি?
এই জনসমুদ্রের ভীড়ে
যদি তার সাথে দেখা হয়ে যায়-
যদি একটিবারের জন্যে
তার সাথে দেখা হয়ে যায় এই আশায় -
ভীড়ের মানুষগুলোর দিকে তাকাই
গভীর উত্সুক্যে -সতর্কে-
জানি সে আমাকে চেনেনা
হয়তো সেই চেনাকে চেনা বলা চলে না !
আমি তাকে চিনি
তাকে যে যুগ যুগ ধরে চিনি -
তার সাথে দেখা হয়ে গেলে
জানি সে চিনবেনা আমাকে
না চেনাটাই ভালো হবে হয়তো
এতো যে কারো কারো সাথে
বিস্তারিত জানাজানি-
তারা আমাকে কতোটুকু চেনে?
আমিও চিনি কতটুকু তাদের!
এই তো ভালো-
এই অনন্তকাল তাকে খুঁজে ফেরা
সে কখনো হয়না পুরনো-