তার তো ভালোই কাটছিলো
বেশ সুখী-সুখী বর্তমান -
ঘর জুড়ে ব্যস্ত-সংসারী বউ-
দু'তিনটে দূরন্ত ছেলে-পুলে-
অনেক হাড়-ভাংগা সংগ্রাম শেষে
একটু স্বস্তির মুখ -
বিকেলের চায়ে তৃপ্তির চুমুক-
ব্যলকনীতে উঁকি দেওয়া সন্ধ্যা-মালতির উচ্ছ্বাস-
সুখেও হাঁপিয়ে উঠে নাকি মানুষ ?
আজকাল অফিস বাসে- জামে-ভীড়ে
বাড়ীতে ফেরার পথে
সবকিছু পানসে লাগে কেনো তার ?
বড় একঘেয়ে -শূন্যতা কেনো ভর করে ?
কেনো ঝিমানো চোখে সে ফিরে যেতে চায়
পুরনো ভুলের কাছে -
যেখানে তার জন্যে কেবল অপেক্ষা করে
তীব্র অভিমান-অবহেলা-
নিশ্চিত প্রত্যাখ্যান-
নিজস্ব ভূবনে আজকের সফল কর্তা সে
অন্য প্রান্তে বমনেচ্ছার মতো ঘৃণিত-
ভীতিকর জীবের মতো অস্পৃশ্য-
তবুও অনাহূত জেনেও অন্ধ অভিলাষে
কেনো সে স্মৃতিময় অতিত হাতড়ে ফেরে ?
সে কি জানেনা ফেলে আসা সময় বিনির্মাণের যাদু
এখনো অজানা মানুষের কাছে-