এই সংযোগে কিছ ভুল ছিলো-
এমন কোটি ভুল সংযোগে ভরে আছে পৃথিবী-
পাশের বাসার ছেলেটি
মেয়েটিকে পাবে তার দৃষ্টি সীমানায় -
শপিংমলের অল্পকথার পরিচয়-
দর্শকের সারিতে একসাথে উল্লাস -
এক ক্যাম্পাসে হাঁটতে গিয়ে নাটকীয় হোঁচট-
মুঠোফোনের উদ্দেশ্যহীন ঠিকানায় কানামাছি খেলা -
সংযোগ তো হবেই -
এ আর এমন কি নতুন রূপকথা !
তাতে কিছু এসে যায়না ।
এই সবকিছুই কোনো কিছু বোঝায়না-
একদিন এক ছাদের নীচে সব নিবিড় সংযোগগুলো
পরীক্ষায় বসে অমনোযোগী শিক্ষার্থীর মতো -
অকৃতকার্য হয় -
গোমড়ামুখে নিজেকে শুনিয়ে বলে,
"ভুল সবই ভুল"!
কেউ কখনো আয়নায় যত্ন করে মুখ দেখেনা -
বিদেশী পণ্যের চমক নিয়ে আসে
আরো কিছু নতুন সংযোগ-
ফের পরীক্ষা পরীক্ষা খেলা-
চলতে থাকে সোপ অপেরার মতো
একঘেয়ে খেলা ভাঙ্গার খেলা ...