সকালের মিঠে রোদের বৃষ্টিতে
ভিজে যাচ্ছে-
ভেসে যাচ্ছে - কৃপণ সময়-
এক উষ্ণ আমেজে মেতে উঠেছে
হিসেবি অস্তিত্ব-
হলুদাভ কামরাঙ্গা -ফলের মতো
কোমল দ্যুতিময় রোদ-
বাতাসে অচিন পাখিদের সুরেলা অর্কেস্ট্রা-
অস্তিত্বকে আরো নির্ভার করে -
চারপাশে মফস্বলী ফুলের মিশ্র সুগন্ধ-
এই একখণ্ড জন্মে
ক্ষণিকের জন্যে মিলে যায় স্বার্থকতা-
এমন রৌদ্রস্নানে ভিজতে জানলে কার কি ক্ষতি ?