অন্যদের মতো হয়তো
আমিও তোমার অপেক্ষায় ছিলাম
এই ঘরবন্দী-সভ্যতাবন্দী আমি-
খুব নিশব্দ পায়ে এলে
যেন মৃদু নূপুরের শব্দ -
বাতাসে মনমোহন সংকেত -
আর তেজস্বী রোদকে মাড়িয়ে দিয়ে
আমার চেনা পথকে ভিজিয়ে নরম-জলে
আহা কি কোমল!
কি কাংক্ষিত এই আসা-
আমার মতো গাছেরাও
দারুণ অপেক্ষায় উন্মুখ ছিলো-
পাতায় জমে থাকা
পুরনো বছরের ধূলো মুছে দিতে
তাই তোমাকে ছুঁয়ে দেওয়ার
এই অপ্রতিরোধ্য বাসনা
কেউ  পারেনা রুখতে...