'' আমরা তার শত্রু নই  " -
না শিশুগুলোও রেহাই পায়না -
একা পথে কিশোরী নয় নিরাপদ-
হয়তো গণধর্ষণ -
বাঘ অথবা সিংহ উঠে আসে না অরণ্য থেকে
তারাও বিশেষ শত্রু হয়ে  
আলাদা করে চিনে নেয়না তাকে  !
কে তাহলে তার সবচেয়ে বড় শত্রু ?
অসাধারণত পিতা বা ভাই
তার অমংগলে ব্যথিত না হয়ে খুশী!
কে তাহলে তার সবচেয়ে বড় শত্রু ?
কে তবে  শিশুর শৈশবে ধূসর ছবি আঁকে -
কিশোরীর দৈনন্দিনে ছড়িয়ে রাখে আতঙ্ক-ভীতি?
এখনও সত্য হয়ে উড়ছে
"দূর্বলের উপর সবলের জয় -পতাকা" !
তবুও কেউ একজন অজ্ঞাতসারে
স্বীকার করে ফেলে,
কোনো এক অখ্যাত নারীকে পুড়িয়ে মারার গল্প
কিশোরীর বিষপানে আত্মহত্যা- অভিমানের মিথ-
শিশুর অশ্রুত কান্নার রূপকথা -
কেবল দোষারপের বিষোদগারে ভারী হতে থাকে বাতাস
কেউ খোঁজেনা হাতের কাছে পড়ে থাকা সমাধান
সাহসী হয়ে উঠেনা
মননের অন্ধকারে জ্বালায়না উদারতার দীপশিখা -
এখনো কি সভ্যতার খাঁচায় আমি ভীষণ বন্য?