এই কুয়াশাচ্ছন্ন দীর্ঘ তটরেখা ধরে-
এই পাথুরে জমিনে সময়কে নিঃশেষিত করে -
দীর্ঘ আলো-আঁধারীতে নিঃসঙ্গ হেঁটে যাবো
অনেকটা পথ-
না আমার কোনো গন্তব্য নেই
হাঁটছি এইতো বেশী !
জেনে গেছি সব যুদ্ধ জয় মানে
এই নয় রূপকথার উপসংহারে তোমাকে পেয়ে যাবো -
আরো কিছু শর্ত অবশিষ্ট রয়ে যায় -
অনেক রক্তক্ষয়ী সংগ্রামের উপর দাঁড়িয়ে
এই মূঢ় বর্তমান-
এইসব জেনে গিয়েও
উদ্দেশ্যহীন হেঁটে যাই
শামিল হয়ে হাজার মানুষের মিছিলে -
এমনকি তোমার চোখেও যখন লেগে থাকে
উত্তরহীন ধূসর বিস্ময় -