কতো দূরে যাও তুমি
কতো দূরে ?
আমার দৃষ্টিসীমানার দিগন্ত থেকে
কতো দূরে?
জোয়ার -ভাটার নদীটির কলরব শোনার আশায়?
দূর যাত্রায় বৃষ্টির উল্লাস ছুঁয়ে দেখার আশায়?
পুরানো ভবনের স্যাঁতসেঁতে অতীতে
শ্যাওলা-ধরা দেওয়ালে হাত রেখে
কি খুঁজে ফেরো তুমি ?
আমি এসব কোন দিন জানবো না -
হয়তো যায়না জানা
তবু সাধ যায় -
কোন হৃদয়ের সন্ধানে উচাটন তোমার পরাণ?
বর্ণালীর কোন রঙে রাঙা হয়
তোমার অস্থির চিত্ত ?
এইসব জানা হয়না
এইসব কোন দিন জানবো না -
শুধু মূর্খের মতো নির্বাক চোখ
সমাধিস্থ করবে আরব্য রজনীর
একহাজার একটা রাতকাব্য -