ক্লান্ত পায়ে শেষ বিকেলের দিকে হেঁটে যাই
উষ্ণ বালি ছুঁয়ে ছুঁয়ে-
দুর্লভ আকন্দ-ঝাড়ের পাশ দিয়ে-
আরও কিছুটা পেছনে ফেলে
বালিয়াড়িতে আটকে থাকা একটি ভাঙ্গা নৌকা-
নির্জনতা খুব করে জানান দেয়
মানু্ষহীন চারপাশ-
একদিকে ক্লান্তি
অন্যদিকে সাগরের হাতছানি
বড় বিষয়ী সময় -
ছড়িয়ে থাকা ঝিনুক জড়ো করে
বালুতটে লিখতে চাই কোন প্রিয় নাম -
হতে চাই দলছুট-
সাগর কতো যে যাদু জানে
সেসব আমার  অজানা-
ক্লান্তি কখন মুছে দিয়ে আমাকে ভোলায়-
দিগন্তের মেঘ-আকাশ ব্যস্ত হয়ে পড়ে  
সাজ-ঘরে চলে তড়িঘড়ি সাজ-গোজ
সূর্য্যের শেষ রশ্মি মেখে -
মূহুর্তে মূহুর্তে রঙ বদলায়
উজ্জ্বল-কোমল -ধূসর-
কিছু দীঘল রশ্মি ছুঁয়ে দেয়
আকাশের একটিমাত্র তারা-
হায় মানবিক চোখ !
এই আয়োজনের কতটুকু সে দেখে -