চেনাজানা সংজ্ঞাগুলোকে
সময় বদলে দেয় -
আর আমি অসহায় চোখে দেখি
চোখও  প্রথমটায় বিশ্বাস করতে চায়না
চায়না মেনে নিতে-
কিছু স্বার্থপরতা দাবী করে
আমার নতজানু দুঃখেরা-
এই জীবন জুড়ে যত দুঃখের চাষবাস-
সবচেয়ে কাছের হয়ে উঠে
বদলে যাওয়া সময়ের চালচিত্র-
কাগজের সাদা জমিন ভরে উঠে
কেবল কাটাকুটি খেলায়-
সকাল-দুপুর-সন্ধ্যার কাঠগড়া পার হয় প্রতিদিন-
অন্দর মহল জুড়ে অবিরাম চলে
সংজ্ঞাগুলোকে ঠিকঠাক মনের মতো করে
গড়ে তোলার প্রাণান্তকর চেষ্টা-
কতটুকু সফল?
অন্তর্গত সব নেতিবাচক ভুলে
রক্তক্ষরনের বেদনা দিয়ে -
দিনশেষে লিখে ফেলি
এক ইতিবাচক কবিতা !