অন্ধকারের মতো কালো জমাট মেঘ দিগন্ত জুড়ে
একঘেয়ে সর্বনাশা বৃষ্টি-
পৃথিবীকে আরো একটু বিপন্ন করে তোলার
মরিয়া শপথ নিয়েছে যেন সে-
দুর্দান্ত আগুনে সূর্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
বলে, সব সত্য সত্য নয় -
এইসব বোকামী দেখে  
সেও খানিকটা হেসে নেয়,
হাসবেই তো আজকের এই আমাকে সে চেনেনা
সময়ের ফসিল বহন করে চলা এই আমিকে!
এই বর্তমানকে সে চেনেনা
এই বর্তমানের শরীরে
অতীতের কোন স্মৃতিকণা লেগে নেই-
আমাকে দেখে সভয়ে উড়ে যায়
আমারই মতো নীড়হারা কিছু পাখি-
ওদের জন্যে ভীষণ আর্দ্র হয় হৃদয়
বেদনারা উপচে পড়ে উত্সকেন্দ্র থেকে -
আকাশের গায়ে ঝুলে থাকে না
শুক্লা পঞ্চমীর চাঁদ;
হয়তোবা থাকেও
আমার দেখা হয়ে উঠেনা-
অনেকদিন আকাশ দেখার সময় পাইনে
সমুদ্রের কাছে যাওয়া হয় না অজুহাতে অজুহাতে -
বিস্মিত চোখ মেলে দেখি,
কখন তোমার চোখের কোণায় সযত্নে আঁকা
সলজ্জ চারু-কাজলও ধুয়ে গেছে
সময়ের ঝড়জলে -