এক জীবনে কতটুকু হাঁটলে
অনেকটা জমির দখল মেলে
স্বঘোষিত মালিক হওয়া যায় ?
আমি আদার ব্যাপারি রয়ে যাই
নিজেকে নিশব্দে গুটিয়ে নেই
শামুকের মতো;
এমন এক সম্পর্ক ফিরে আসা যায় না
ফেরানো যায় না ।
তখন নিরবে ঠায় দাঁড়িয়ে থাকি
ফুসফুসে ভরে নেই
অস্বস্তিকর যন্ত্রনা ।
ঝাপসা চোখকে তিরষ্কার করি,
জেনে যাই সেই অপ্রিয় সত্যটি
ঘাড় গুঁজে মেনে নেই।
এভাবে আমরা কোথাও না কোথাও
ভয়ংকর অসহায়-
দৃষ্টিতে কোন প্রশ্ন রাখি না
সযত্নে লুকিয়ে রাখি ক্ষুব্ধ বিস্ময় ।
নিজেকে সান্ত্বনা দিয়ে বলি ,
বেদনারা একান্তই আমার থাক
যতো অপূর্ণতা সব আমারই থাক -