এই ভিড়ের মাঝে
কোথায় হারালে তুমি?
আমার সতৃষ্ণ চোখ
অধির-আকুল হয়ে
কেবল খুঁজছে তোমাকে -
ভিড়ের মানুষগুলোকে
বড় বেশী অপ্রয়োজনিও লাগছে আজ ,
কপালে বিরক্তির রেখাচিহ্ন,
অসহ্য এই চারদিকের যুদ্ধ যুদ্ধ খেলা-
একবার হারালে
আর বুঝি যায় না খুঁজে পাওয়া!
উজ্জ্বল সব সুখস্মৃতি
মৃত জোছনার মতো হারিয়ে যায়
অতিতের না ফেরা অন্ধকারে-
এই দুঃসময়ে
সন্দিগ্ধ মন প্রশ্ন নিয়ে খেলে
কোনোদিনও তুমি কি আমার ছিলে ?