বৈঠকি মেজাজে অস্ত যাচ্ছে সূর্য
আর সম্মুখে অডিটোরিয়াম ভরা দরশক নিয়ে
বসে আছে আমাদের ঢেউমাতাল সমুদ্র-
একটুক্ষণ পরে
এক মৌণী অন্ধকার ঘিরে ফেলবে জানি পৃথিবীকে-
মেঘেরা বৌদ্ধ সন্তের মতো নিশ্চুপ নিরব,
কোনো তাড়াহুড়ো নেই চারিদিকে-
আমি তখন স্বপ্নহীন চোখে
ফিরে যাই পিছনে-
অস্তগামী নৃপতি কোথায় পাও তুমি
এই ফুরফুরে মেজাজ-
এই প্রাণশক্তি?