অনেক অনেক দিন আগে
তোমাকে দেখলে অযৌক্তিক ঈর্ষায়
বুকের ভিতরে মুচড়ে উঠতো,
আড়ালে কতো লুকানো কান্না-
যদিও তুমি ছিলে ধরা ছোঁয়ার বাইরে
এক দূরতম অস্তিত্ব।
এর মাঝে ফেলে এসেছি
পুরণো অভিজাত প্রাসাদ,
যুদ্ধংদেহী সারিবদ্ধ দূর্গ,
জমজমাট নগর,
তেপান্তরের হাহাকার ভরা জনপদ-
এই বিস্মৃতির দূরত্ব পার করে
আজ অনেকদিন পরে
তোমার দিকে তাকিয়ে দেখি
মাথার ভেতর থেকে উড়ে গেছে
সব ঈর্ষার মেঘ-
সে কি এমনই সর্বগ্রাসী
গিলে খায় আমাদের ঈর্ষা, ক্রোধ,প্রতিহিংসা!