আশৈশব আমার চিত্ত জুড়ে
পাখিদের উড়াউড়ি
দিগন্তহীন জল ও নীলিমার হাতছানি-
তবু কি এক বাধনে বাধা পড়ে থাকি
কংক্রিটের সাজানো ছোট্ট খুপড়ি ঘরে,
মাঝে মাঝে সপ্নের মতো আসে সে
আমাকে ডাকে, বলে আয় এখানে
এইখানে সাদা পাখিদের ঝাকে
শীত জোয়ারের জলে
মৃদুমন্দ ঢেউয়ের তালে তালে
দারুণ নির্জনতাকে সাক্ষী করে
নিরভার সময়হীন জলকেলি করি-