টানা একঘেয়ে রুটিন মানতে মানতে
কেমন বাসি খাবারের মতো হয়ে গেছি
আজ আমার ছুটি----
নিয়মিতো কলমপেশা নেই আজ
ভুল বললাম, রোবট চোখে মেইল ঘাঁটবোনা আজ
উর্দ্ধতন -অধস্তনের কঠিণ নাগপাশ থেকে
হোতে চাই বিচ্ছিন্ন
ক্লেদাক্ত অফিস রাজনীতিকে দিলাম ছুটি
কাকে যেন বলেছিলাম,
মানুষগুলো একযাগায় হলেই
গড়ে উঠলো ব্যুরো-
আর ব্যুরোক্রাসি গ্রাস করলো
আমার সব মানবিক বোধ
সব বিশুদ্ধ দায়-
তার থেকে কে এমন শক্তিশালী ?
তার দিকে চেয়ে থাকি বন্দী ক্রীতদাসে মতো!
আজ আমার ছুটি
এসো এইসব তন্ত্রমন্ত্রকে দেই ছুটি
এসো মুক্ত মননের হাত ধরে হাঁটি