নির্মোহতার শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবছি
পথটা সহজ ছিলোনা মোটেও
ছিলোনা পুষ্প-শয্যা
ছিলোনা সোনালী আশার ভ্রমর গুঞ্জণ
বোধ ফিরে চারপাশে তাকাই
হ্যাঁ পিছিয়ে গেছি
পার্থিব নিরীখে-
তাহলে কি ফিরে যাবো ?
নতুন করে শুরু করবো ?
গা ভাসাবো চলতি স্রোতে?
সস্তা শুভেচ্ছার মতো
চকমকে আবেদনহীন-
তোমাকে প্রশ্ন করি
তুমিও আমার থেকে সযত্নে দূরেই থাকো
বলো তো আমি এখন কি করবো!