"ইটারনাল লাভ"র সৌরভে ভেসে ভেসে
এক আকাশ আকাংক্ষা নিয়ে
তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি
তার সবুজে ঢাকা
সুশোভিত উদ্যানের সামনে
অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি
আত্মনিমগ্ন সন্ন্যাসীর মতো-
আকণ্ঠ তার প্রতীক্ষায় থাকি
সে তবুও আসেনা
হয়তো সে ব্যস্ত
ফুলদাণীতে সাজাচ্ছে রঙ্গীণ ফুল
তার অস্পষ্ট সংগীতের মূর্ছনায় বিমুগ্ধ চারপাশ
অথবা পরিজনের সাথে উচ্ছ্বল হাসিতে নিমগ্ন সে
অথবা পুরনো কোনো দুঃখ ঘিরে আছে তাকে
এমনও তো হোতে পারে
তার স্মৃতির কোথাও নেই আমি-
আজ তাকে নাইবা জ্বালাই
আমার মতো তীব্র জ্বলনে -