ঝুল পড়া কার্ণিস
ঝুলে থাকা মশারী
এলোমেলো ঘরবাড়ী
অর্থহীন ঘুম ও জাগরণ
চায়ের কাপে কালশিটে দাগ-
একাকীত্বের মাঝে বসবাস করতে করতে
উষ্ণ পৃথিবীর সংজ্ঞা ভুলতে বসা
তারপর রঙ্গীন যাদুর ছোঁয়ায়
উত্সবে সেজে উঠে চারপাশ
ফিরে আসে এক ফিটফাট দৈনন্দিন
ফের কেন হারিয়ে যায়
ধুসর অন্ধকারে-