স্বাগতা,  দ্যাখো দিনটা কি একটু অন্যরকম
বাতাসে কাংখিত উষ্ণতা
যদিও আমার শীত মন্দ লাগেনা
হঠাত চোখে পড়ছে বিরল কিছু পলাশের গাছ
ফুলভারে নুয়ে পড়া ডালপালা
রঙ এর চোখ ধাঁধানো বাহার
আমার অন্দর মহলের চিরবসন্তে
উস্কে দেওয়া আগুন-
জলার জলে নীল আকাশের প্রতিবিম্ব-
তবুও তোমার কাছে
কোনো প্রতিশ্রুতি চাইবো না
তোমাকেও দেবো না কোনো আশ্বাস
আমাদের জীবন আমাদের নয়
যেন অন্য কারো জীবনের খোলসে
কাটছে অনিশ্চিত সময়
এমন সন্দিহান চোখে চেয়ে থেকো না
শুধু নিরবে পথ চলো -