বেশিরভাগ মানুষ জানে
আমি সামান্য লেখালিখি করি,
কবি হয়ে উঠার চেষ্টা করছি,
মূলত আমি এক ঘোর বৈষয়িক,
বিষয় ভাবনায় আচ্ছন্ন থাকে
যাপিত জীবন,
এইসব বাস্তবতাকে প্রাধান্য দিয়েই ছিলো আজকের পথচলা,
অপরপক্ষের দেরী হচ্ছে,
নিভৃতে  যেনো এক অন্তহীন অপেক্ষা,
আমাকে আমল না দিয়েই
কয়েকটা দোয়েল তারস্বরে ঝুটোপুটি করছে,
একঝাঁক দারুণ ব্যস্ত চড়ুই
কি এক উন্মাদনায় মেতেছে
ওরাই ভালো জানে,
লাজুক মৌটুসী লুকিয়ে
কুমড়ো  মাঁচার ঘন পাতার আড়ালে
কিন্নরী গলায় গাইছে সে...
চুরি করে দেখছি অপরূপ রূপকথা
স্বপ্ন আর শখের দোলাচালে সময়
কি জানি কি হয়
স্বপ্ন কি দেখা দেবে শখের আকাশে
অবশেষে হ্যাঁ,  
কিছু একটা পাওয়া গেলো...