সেই কবে মাতা ও পিতা
অতি যত্নে শিক্ষণের মশাল
জ্বেলে দিলেন চিত্তে
সেই থেকে দু'হাতে
চারপাশ থেকে
কেবল অজস্র ঋণ জমে উঠছে
শিখেছি এই যাত্রায় সহজেই
কাউকে ক্ষমা করে দিতে
অগ্রাহ্য করেছি
তাদের ভুল গুলোকে
নিজের বেলায়
শিখিনি অস্বীকার করতে
নির্লজ্জের মতো-
কেবলই অন্তর্দহন
মন্দ কি এই পীড়ন!
তবু ভালো থাক সবাই
ভালো থাক পৃথিবী...