জানালার কার্ণিশে চুপচাপ বসে থাকা
সুখের অসুখ আজ
আমিও অনেকদিন হোলো
কলম হাতে তুলি না
শালিখ, চড়ুই এমনকি দু একটি কাকের দেখা মেলে না
দেওয়ালে চুপসানো বেলুন কাঁপছে মৃদু বাতাসে
তবুও কি যেন একটা সুপ্ত হয়ে আছে
মাংশ, মেদ, স্নায়ূর আড়ালে
বড় নাজুক
খুব ঠুণকো এই বেঁচে থাকা
কি অনন্য এই বেঁচে থাকা