ছুটিগুলো আসে মসলিন কাপড়ের টুকরো মুড়িয়ে
আমাকে ফাঁকি দিয়ে
চোখে ধুলো দিয়ে চলে যায়
শখ পূরণগুলো বাকি থেকে যায়
নিশ্ছিদ্র ঘুম, ছবি আকার তুলি  
সমাজ মাধ্যম্যের নতুন লেখাগুলো
শহর ছেড়ে গাঁ-গেরামের নিভৃতে
মাছ ধরতে যাওয়ার স্বপ্ন
বসন্ত বিকেলে পাহাড়ের গায়ে
শুয়ে শুয়ে আকাশ দেখার সুখ
শাল বনের নির্জনতায় পথ হারিয়ে ফেলা
নিরিবিলিতে সময় জ্ঞান হারানো সমুদ্র স্নান
এমনকি তোমার সাথে না বলা
জমে থাকা অনেক কথামালা-
সাথে থাকে অসুখ-বিসুখ
নানাধরণের প্রতিশ্রুতি ভঙ্গ
আমার ছুটি আমাকে ফেলে চলে যায়
আবারও একঘেয়েমী বেসুরো
দৈনন্দিনের ভীড়ে একলা করে