যেনো জীবন আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
ইচ্ছে করছে জীবনের সবটুকু রং মুছে ফেলি দুচোখের দৃষ্টি  থেকে
যতদূর দেখা যায়
রং মুছে ফেলে
স্থায়ী অন্ধকারের রঙ এঁকে দেই
আমাকে বিস্মৃত হয়ে নতুন প্রেমে পড়লে
তোমার অনেক নষ্ট সুখ হয় তাইনা?
জানোতো,অথবা তুমিই  প্রমাণ করলে
"এখানে আমরা কেউ কারো নই"
আজীবন  ইতিবাচকতা ছড়াতে ছড়াতে
আজকাল চোখ আর আঙুলগুলোও কেমন বুড়িয়ে গিয়ে নেতি ছড়ায় দেখোনা
আসলে কেউ নেই
কোথাও কেউ নেই
সত্য নেই
বিশ্বাস নেই
আস্থা নেই
নির্ভরতার কাঁধ নেই
"বিশ্বাস করলেনা তো
পস্তাবে বলছি"
তখন না হয় আমার কথা
এক মুহূর্ত মনে কোরো


***অনেদিন পরে নেতির বিষবাষ্প  ছড়াতে আসরে ফিরে এলাম...