বোতলের বরফগুলো গলে গলে
জল হোচ্ছে সময়ের তাপে
বারান্দার  বনসাইয়ের ফুলগুলো ঝরে গেলো
পূর্ণিমা গড়ালো অমাবস্যায়
তুমি কিন্তু ফিরলে না
গ্রামগঞ্জের লোকগুলো
গলির মুখের জটলা করা মুখেরা অপেক্ষায়
সেই কবে থেকে তারা প্রতীক্ষা ক্লান্ত
কিন্ত তুমি তো এলে না