এটা কি  একটা বৃক্ষ ?
নাকি এটা একটা গৃহ?


পরিযায়ীরা এখানে আসে  
কেউ কেউ সুখ দিয়ে যায়
দিনভর কিসব অদ্ভুত ভাষায় ইনিয়েবিনিয়ে গান গেয়ে গেয়ে
ভালোবাসা বিলিয়ে যায়
মন থেকে সরানো দায়


কেউ কেউ দিয়ে যায় দুখ
ভেঙ্গে দেয় ডালপালা
নিয়ে যায় দরজা-কপাট
চাল-চুলো,স্বপ্ন-আহলাদ


কেউ কেউ ভীষণ কৌতুহলী
কি যে তারা খোঁজে    
কেবল তারাই জানে


সবাই হয়তো আসে
এক মুঠো সুখের আশায়
কেউই হয়তো খোঁজেনা নিবিড় ছায়া
অথবা তুষ্ট আশ্রয়  


দিনশেষে রয়ে যায় একাকী অন্ধকার
আর খাঁ খাঁ শূন্যতা