তার সঠিক নাম জানতে না পেরে মনে মনে তার একটি নাম দিয়েছিলাম আমি...  তাকে শেষ দেখেছিলাম এক দশক আগে.... জীবন জীবিকার তাগিদে কতো শত পথ পাড়ি দিয়ে আবার দেখা হোলো তার সাথে... কে তাকে মেরে ফেলছে এমন নিষ্ঠুরভাবে
একটু একটু করে গলাটিপে ... পলিথিনের বিষাক্ত গহনা সারা শরীর জুড়ে...দুচোখে বর্জ্য জলের ধারা... ত্বকে নাগরিক ক্ষত...  
তার মোহময়ী সবুজ ওড়নার দু'প্রান্তে
ভূমিদস্যুদের দৃশ্যমান থাবা... তার বুকের মাঝে চলতো মৎস্যকন্যাদের জলকেলি; তারা আজ হয়ে গেছে রূপকথার গল্প ...অসংখ্য বাঁধ তার শরীরে জড়িয়ে আছে নাগপাশের মতো... তোমার বেদনা প্রশমিত করার জন্যে কাউকে দেখছিনা চারপাশে...   "রূপশ্রী" এর থেকে উত্তম তুমি বিলীন হয়ে যাও আগামীর কঙ্ক্রীটের জঙ্গলে... তখন সময়ভূক মানুষেরা চিরতরে ভুলে যাবে তোমাকে...