"অদ্ভুত বাজার"
                        সুমন রঞ্জন সেন
                        (সহকারী শিক্ষক)
                         14/11/2018
                          
নব্য যুগে রাস্তায় বাজার
চলছে কর্মধারা
ক্রেতা -বিক্রেতা একাকার
রাস্তা যায় না দেখা
অদ্ভুত দেখা-
জাতীয় সড়ক লুকিয়ে পড়েছে
নালার উপর মহাজন
রাস্তার ধারেও তেমন
কোন চিন্তনের নাহি প্রয়োজন
বিরাট পথের সরু রাস্তা
ফাঁকে ফাঁকে লোকের আসা যাওয়া
কিছু বিশ্রাম  পর পর চলে গাড়ী
রাস্তা যাচ্ছে ডুবে
কবে যে স্বরূপ দেখা যাবে
হয়তো কল্পনা মাত্র
যদিও হচ্ছে মেরামত
তা নিয়ে মোটেই আনন্দ নেই
ভেবেও লাভ নেই
জানিস তোরা
লোকের চলার জন্য চিন্তা
সড়ক যখন হয়েছে ঠিক
কি সুন্দর নালা
ফুটপাত বানিয়েছে জন চলাচলে
দুঃখের বিষয়
আছে অথচ তা দেখা যাচ্ছে না
চলে গেছে কিছু হস্তে
জাতীয় সড়কের দুই ধারও যাচ্ছে ডুবে
কি অদ্ভুত বাজারের দেখা।


Suman Ranjan Sen
Karimganj,Assam,India