অমিল
                   শ্রী সুমন রঞ্জন সেন
                     ১৭/০১/২০১৯ইং
বাস্তবে আর কথনে অনেকটা অমিল
সাধারণের ক্ষেত্রে নাকি!
সচক্ষে দেখে অবাক হৃদয়
এভাবে নাকি ধারা
শুধু পোষাকে সজ্জিত!
কাজে নয়তো
কর্মক্ষেত্রে মহান
পোষাকহীন তাদের আচার
দেখে নাও একবার,
সেবকের খাতায় আবার নাম
অসীম আশায় এই পানে
স্নেহের সহিত ডাকছে
দায়ীত্বের সাথে কর্ম কোথায়?
পরিচিত নয় বলে নাকি!
জানতে কি পারি?
মর্মে কি ভাবনা ?
পোষাকের মর্যাদা রক্ষা করো
এভাবে আর কতদিন
হয়তো শত ভোগছে,
সহায়তার অভাবে বাড়ি ফিরছে
চক্ষে শুধু ক্রন্দন,
বেদনাময় হৃদয়
বাস্তবে আর কথনে
যাচ্ছে দেখা শুধু অমিল।
Suman Ranjan Sen
Karimganj, Assam, India