অনুধ্যান
              শ্রী সুমন রঞ্জন সেন
                (সহকারী শিক্ষক)
               ২৬/০২/২০১৯ইং


নীতি কথা সবাই জ্ঞাত মানে ক'জন তারে,
নিত্য চলে উল্টো দিকে জীবন নদী পারে।
শত বিধি মুখে দেখা চিত্ত কালো রেখে,
হিংসা কেবল হৃদয় জুড়ে ছদ্ম মায়া মেখে।
হিংসা নিয়ে মুখ্য যারা এমনি দেখি মরে,
কর্ম করো জগত মাঝে চিন্তা ভাবনা করে।
ভিন্ন কাজে নানা বাধা শতেক আছে পথে,
কাজের কথা ভুলে গিয়ে ব্যস্ত অন্যের রথে।
যাহা আছে নীতি কথা সঙ্গে নানা বাণী,
জগত মাঝে মানতে হবে ব্যক্ত করেন জ্ঞানী।
মুখের কথা দেখবে কতো মানব অন্তর দেখো,
জনম যখন পুণ্য ধামে মহান বাণী শেখো।


Suman Ranjan Sen (A.T)
Karimganj,Assam,India.