ভাবনা পরিবর্তন
       3:47 pm
  23/07/2021
        
পিতা ডাকে কহে বাছা শুনো দিয়া মন
বলিব মধুর কথা শুনহ বচন।


কিভাবে করিবে তুমি ভবে উপার্জন
বলো আমায় নির্ভয়ে অন্তরে অর্জন।


বলিব সকল কথা আছে যাহা মনে
পাপ পুণ্য নাহি জানি বলছি এমনে।


কিছু জনে করে যাহা পদে বসে বসে
সেই ফাঁকে কত আয় মন থাকে রসে।


মাহিনা থেকে উপরি আয় থাকে বেশী
কম দিনে বেড়ে যাবে বড় হবে পেশী।


বাড়ি গাড়ি হবে ভূমি বেড়ে যাবে ধন
পকেটে টাকায় পুরো হাসি খুশি মন।


নিকটে যারা আসবে দেখাবো গলতি
কটু সুরে কথা বলা এমন পদ্ধতি।


কাতর হয়ে বলবে নিষ্পত্তির পথে
বাধ্য হয়ে দিবে টাকা ওরা নিজ মতে।


এভাবে আমার আয় দারুণ কেমন
বিত্তশালী হয়ে যাবো ভাবনা এমন।


তাহা নাহি করো তুমি শুনহ কথন
যাহা আমি বলি মুখে চিন্তার বচন।


এমন ভাবনা হলে ধনী ভাগ্য ঘুরে
টাকা দিবে তোমা হাতে সমস্যা তো দূরে।


দীন যারা আছে ভবে বলে নাহি মুখে
চোখে দেখে কানে শুনে আছে তারা দুঃখে।


অভাবী মেধাবী যারা করিবে সহায়
কত যাতনায় তারা কাজে বাধা পায়।


লুক্কায়িত শত কথা মেধার মননে
নাহি বলে মুখে তাহা রাখিছে গোপনে।


মেধাবী এগিয়ে গেলে মোদের গৌরব
নতুন কিছু শুনবে দেখবে সৌরভ।


সহায়তা করেছে যে তার মনে গাঁথা
বলবে মধুর স্বরে এ প্রেরণাদাতা।


তোমার এমন কর্মে জানিবে সকলে
সবাই বলবে মুখে ধন্য ধন্য বলে।


মায়ার বাঁধন ছিঁড়ে যম আসে যবে
সম্পদ থাকবে পড়ে যাবে একা সবে।


কর্মধারা ভালো হলে তা পরিবর্তন
কর্মফলে জন মনে সত্য চিরন্তন।


মম হৃদে সত্যি তুমি দিলে সজাগতা
কর্ম রেখা ভালো হবে ধন্য জ্ঞানদাতা।