ভিন্ন রকম পেটুক
           সুমন রঞ্জন সেন
17/09/2023


অল্পতে যে হয় না খুশি
পেটটা ভরা কষ্ট,
যে পদে সে কর্ম করে
ধারা করে নষ্ট।


বাড়তি আয়ে ব্যস্ত সদা
রাস্তা করে নানা,
কেমন ভাবে অর্থ আদায়
আছে ভালো জানা।


কিছু থাকে উনার পথিক
পথের ধারা সাজায়,
পকেট গরম হাসিখুশি
হাতে তালি বাজায়।


সরল যারা ভোগে তারা
সহ্য করে কত,
শত ব্যথা নিয়ে চলে
বিপদ সামনে শত।


দ্রুতবেগে ধনের পাহাড়
সীমা থেকে বেশি,
মানবিকতা নিম্নগামী
বৃদ্ধি হচ্ছে পেশী।