বর্ষা ঋতু
           সুমন রঞ্জন সেন
             28/07/2019


আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু
মেঘে আঁকা আকাশ,
হঠাৎ বৃষ্টি যখন আসে  
সাথে মৃদু বাতাস।


বাতাস নাচে চিত্ত হাসে
অন্তর তখন খেলে,
চিন্তা ধারা অদল বদল
বৃষ্টির দেখা পেলে।


চাষির আনন হাসিখুশি
ক্ষেতে ভরা জলে,
কৃষি এবার ভালো হবে
কৃষক সবাই বলে।


নদীর বুকে শতেক ঊর্মি
আপন মনে সঙ্গ,
হৃদয় যখন উথাল পাতাল
প্রেমের কতো রঙ্গ।


অল্প বেশী বৃষ্টি হলে
জলে মাছের নৃত্য,
মাছের নেশায় থাকে যারা
ধরার আশায় চিত্ত।


Suman Ranjan Sen
Nandapur, Bhanga Bazar,
Karimganj, Assam, India.