চিনেছি এবার
             8:24 pm
      04/07/2021


জননী জনক    আদরে আমায়
করেছে পালন    মায়ারি ছায়ায়
তাদের আশায়।
ভবেতে আমার    বেড়েছে বয়স
ঠেলেছ আমায়     তোমরা সরস
সময় কাঁদায়।


ভেবেছি আপন    চিনেছি এবার
আসিবে দিবস      দেখিবে সবার
কালের রকম।
সময়ে প্রতাপ          দেহতে গরম
মুখেতে ভাষণ         মিলিবে শরম
বিরাট জখম।


যাতনা আগম          দেহতে যখন  
বেদনা কেমন          বুঝিবে তখন
জীবন এমন।
রাখিবে খেয়াল      করিবে পাচার
দেখিবে সবাই      তোমারি আচার
করণ যেমন।


আসিবে বিপদ        তফাতে চরণ
কেমনে চলন            অসাধু ধরন
সঠিক জবাব।
বাড়িবে  দৌলত     আসিবে নিকট
মাধুরী কথন            মনেতে বিকট
গুণের অভাব।