* ধরিত্রীর বুকে *
                     শ্রী সুমন রঞ্জন সেন
                       ২৫/১২/২০১৮ইং
উন্মেষ যখন ধরার বুকে সহ্য শত ব্যথা,
হৃদয়ঙ্গম কেহ যেন কেহ বলেছে মাথা।


তবু আপন ধরে নিয়ে ক্ষমা দিয়েছো করে,
মানব কর্মে অশ্রু ধারা নয়ন মাঝে ঝরে।


শত বাধা সামনে দেখে হেসে তবু চলা,
শান্তির জন্য এসেছো যখন কেহ দেখেছে মেলা।


জগত তবু শান্ত হোক এমন ভাব উদয়,
স্বার্থ ছেড়ে জন মাঝে দেব যেন সদয়।


জগত মাঝে চলার পথে কেহ বোঝে গুণ,  
ভব ছেড়ে চলে গেলে, এবার ভাব দ্বিগুণ।


কত লোকে চেষ্টা করেছে কেড়ে নিতে প্রাণ,
হেসে হেসে প্রচারকের অমূল্য জীবন দান।


ধরাধাম সেজে তোলা, কালের তালে আসেন শত ,
কৃষ্ণ, বুদ্ধ, জৈন ,যীশু,চৈতন্য,নানক,আরো কতো ।


ধরা জন্য চাই মঙ্গল  পাপিকে দাও ক্ষমা করে,
পুনঃ পুনঃ  দেখতে চাই  অঞ্জলি দিব চরণ ভরে।


Suman Ranjan Sen
Karimganj, Assam, lndia