জীবিতাবস্থা
      সুমন রঞ্জন সেন
      07/02/2023


কালের ধারায় গাছের ডালে পুষ্প ফুটে কত,
নানা রঙ্গে নানা রূপে দেখা মিলে শত।


সুবাস দেখে ক্ষণে গলে কত জনের হৃদয়,
কত আবার রূপে মুগ্ধ নানা ভাবের উদয়।


কত পুষ্প ক্ষণিক হাতে,কত চুলের খোঁপায়,
কত কানে কিংবা শিরে,কত আবার গলায়।


কত আছে আবাহনে,কত থাকে হেলায়,
কত আবার বসে আছে প্রভুর পায়ের পাতায়।


ক্ষণিক কালে ভব পারে প্রফুল্লিত মনন,
চলন গতি জ্ঞাত নাহি কাহার হবে কেমন।