জীবন ধারা
       সুমন রঞ্জন সেন
        8:25 am
      07/07/2021


এক লোক পথে পথে করে ঘুরাঘুরি
ময়লা কাপড় দেহে আছে পুরোপুরি।


ক্ষিদে জ্বালা সহ্য নাহি জ্বলছে পেটেতে
এমন কেন অভাবী! হাঁটাহাঁটি পথে।


কত জনে কথা বলে তার কাজ ফাঁকে
কত লোকে দান করে, কত আঁকেবাঁকে।


চোখে ভাসে কত কিছু শত বাড়ি গাড়ি
বিত্তশালী আছে যত হিংসা নাহি করি।


মনে বলে ভগবান, কেন অনটন?
কত চলে ধুমধাম কত ধন জন।


সঠিক উপায়ে যারা হয়েছে যে ধনী
আমাকে তেমন দিশা দেখাও আপনি।


হাত-পা আছে আমার কিছু দাও কাজ
তাহা থেকে যাহা আয় চলে যাবে রাজ।


পথ দ্বারে নাহি আর    জাগে মনে আশা
আচমকা ঝুঁকি এলে  তোমা কাছে আসা।


অকিঞ্চন দেখে পথে এক জন আসে
এমন ভাবনা মনে বসে এসে পাশে।


কী হয়েছে ? যাহা চাও বলো তুমি মুখে
আমি দেব নব দিশা থাকবে যে সুখে।


তাহা থেকে কাজে মন  বাড়ে তার ধন
কিছু ভাগ দান করে     দেখে দীন জন।