জোড়াক্ষরা বর্ণক্রম-স্তবক-শব্দবৃত্ত
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


কাল ধারা
         সুমন রঞ্জন সেন
           12/10/2020


সঙ্গীহীন চিন্তা শত অন্তঃপুরে
সাধা নয়— বাধা আগমন
দেখ মন,  মতি মন্ত্রণায় ভাসে;


সৃষ্টিময় বিশ্বে কত কর্মধারা
যত নিজ কাজে বিশারদ
সেজে যাক বড় ভাগ্যবান পাশে।


[প্রতি স্তবকের তিন চরণের বর্ণক্রমবৃত্ত ম্রৈত্যুয়িকী ছন্দগঠন নিম্নরূপ:
÷u—÷uvv/÷uvv
vv—vvvv—
vv—vv/÷u—vv
প্রতি স্তবকের তিন চরণের বর্ণক্রম-শব্দক্রম নিম্নরূপ:
৪+২+২+৪/২+২+২+৪/২+২+২+৪+২ জোড়াক্ষরা দৃশ্যাক্ষর]