ক্ষণিকে তাণ্ডব লীলা
          সুমন রঞ্জন সেন
           17/05/2022,10:24


কর্মপথে অগ্রযাত্রা আপন আপন ভাবে
হয়তো প্রকৃতির সপক্ষে নয়তো বিপক্ষে
জনের জন্য চিন্তায় শত
কত আছে আপন স্বার্থে, হৃদে সদা গুপ্ত।


ধনলোভে মত্ত কত, পাপাচারে লিপ্ত শত
বনাঞ্চল ক্রমাগত ভিন্ন ভাবে ধ্বংস
গাছপালা কাটিয়া ধাপে ধাপে দালান বাড়ী
প্রকৃতির ভারসাম্য হচ্ছে নষ্ট।


প্রকৃতিও হাসছে, কাঁদছে কর্মধারার কারণ
ধৈর্যশীলতা যখন প্রান্তে
ক্ষণিকে তাণ্ডব লীলা
ভয়ঙ্কর পরিস্থিতি ধরাধামে।


কত সৃষ্টির বিনাশ,ক্ষণে কত সৃষ্টি
ক্ষণে কত যুক্তিময় চিন্তা ধারা
প্রকৃতি কিছু শান্ত হলে পুনঃ প্রকৃতি ভুলে কত
সময়ে সময়ে তান্ডব লীলা আসবে।