করিতকর্মা হিমন্ত
            সুমন রঞ্জন সেন
           10/05/2021


কর্ম পথে শত বাধা থাকে সদা সারি সারি,
কর্ম চক্রে তাহা যেন দিতে হবে নিত্য পাড়ি।
কর্ম রেখা চলে যবে প্রাপ্য ছুটে এমনি পিছে,
এসে যাবে কালের ধারায় নয় যে তাহা দেখবে মিছে।


কর্ম পথে নতুন চিন্তা নতুন ভাবনা চিত্তে জাগে
কার্য শুরু মেধা দিয়ে পূর্ণ আশা ভাগে ভাগে ।
পদে বসে কর্ম দেখে কত রাখে কোমল মনে
দক্ষ বলে ভালোবাসে নর-নারী শত জনে।


অসম ভূমে মহান মানব মন্ত্রী তুমি করিতকর্মা
কত বলে এ চাণক্য যে হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রীর আসন পেলে প্রাপ্য ছিলে হলে তুমি,
নব রূপে সেজে উঠবে আশায় অসম পুণ্যভূমি।


ধাপে ধাপে অগ্রযাত্রা কর্মমাঝে তাহা দৃষ্ট,
কর্মফলে মায়া রেখা জনমনে হচ্ছে সৃষ্ট।
শুভক্ষণে চিত্ত থেকে জানাই তোমায় অভিনন্দন
তোমায় নিয়ে পদ্য লিখে ভাবের বশে ক্ষুদ্র সুমন।