কর্ম করো
                                 সুমন রঞ্জন সেন
                                  22/10/2018
কর্ম করো, কর্ম করো
চিত্ত উদার করে,
দশের জন্য করেন যারা-
চেতনা যে হৃদয়ে জাগে।
চলার পথে-
প্রেরণা হয়তো পাবে না,
বিচলিত নাহি হবে,
কর্ম চালিয়ে যাও।
তোমার কথায় কেহ দিবে না পাত্তা,
হয়তো কেহ কিছু উপদেশ দিবে,
কতো মহান আছেন বটে,কি করবে তুমি!
কথায় কাজে বাধা দিবে এমনি।
ধারা চলতে থাকলে-
হয়তো জগতে কিছুটা
সেজে  উঠবে আশা,
কর্ম করো,কর্ম করো।
দুঃখ নাহি মনে রাখবে-
একদিন তা প্রকাশ পাবে,
যেদিন  ধরায় আগমন হবে
কর্মময় মানব,
চেষ্টা নাহি বিফলে যাবে
সময় এলে  ভবে দেখবে।